--- মীনাক্ষী দাস
পেঁচা বলে - "পেঁচি তুই, সরে বস দেখি;
এই গরমে কি ভাললাগে, গায়ে ঠেকা ঠেকি?"
পেঁচি বলে - "সরাসরি জবাবটা দাও;
আমাকে কি বাসা থেকে ফেলে দিতে চাও?"
পেঁচা বলে - "পেঁচি তুই বড্ড ঝগরুটে"
পেঁচি বলে - "মোটা পেঁচি, তুই হিংসুটে"
এমনি ভাবে ক্রমে রাত বাড়ে যত,
দুজনের ঝগড়াও বেড়ে চলে ততো।
অবশেষে পেঁচাবাবু মেনে নিলো হার,
বলে- "ওরে পেঁচি, তুই কাঁদিস না আর।
আয় আয় কাছে আয়,
বস ঘেঁষাঘেঁষি -
কালকেই বাসায় লাগাবোরে এ. সি."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন