বাংলা গল্প, ছড়া ও কবিতার আসর

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

গুগল'স পিজা

গুগল'স পিজা

:হ্যালো ! এটা কি পিজা হাট? - না স্যার, এটা গুগল'স পিজা। : আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে। ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি?
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেউ কি ঐটাই দিবেন?
: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই ঐটা আপনি কিভাবে জানেন? - আপনার ফোন নাম্বার অনুযায়ী , বিগত ১৫ বার ১২ স্লাইজ ডাবল চিজ দিয়ে সসেজ পিজা অর্ডার করেছেন : আমি এই বার ও ঐটাই চাই - কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি : আমার কলেস্টেরল হাই এইটা আপনি কিভাবে জানেন? -সাবস্ক্রাইবার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে : আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন ।কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই। -কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০ টা ট্যব্লেটের একটা বক্স কিনেছিলেন :আমি অন্য আরেকটা দোকান থেকে বাকি গুলা নিয়েছি -কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না :আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি - আপনার ব্যাংক স্টেট্মেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠান নি :আমার অন্য আয়ের উৎস আছে - আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই :ধুর মিয়া, আপনার পিজার গুষ্টি কিলাই। পিজাই খামু না। গুগল ,ফেসবুক, হোয়াটস অ্যাপ , সেলফোন , ইন্টারনেট ছাড়া দ্বীপে চলে যামু যে খানে আমার উপর কেউ এত নজরদারি করবে না -জি স্যার বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে , ৫ সপ্তাহ আগে মেয়াদ চলে গেছে।
😂😃😄😅😆

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন