কোলকাতার বাঙালিদের কৃপণতা নিয়ে মজার অর্ধ ডজন জোকস্ (কৌতুক):
১।
ক্রেতাঃ দাদা মুরগির ওই ঠ্যাঙ এর পাস থেকে দুসো গ্রাম দিন তো
বিক্রেতাঃ সেকি দাদা বাড়িতে আজ উতসব নাকি...পুরো দুসো গ্রাম মুরগি !!
ক্রেতাঃ সেইরকম ই দাদা, দুই জামাই আসবে আজগে...ওদের দুজনের জন্য একসো গ্রাম আর আমাদের বাকি চারজনের জন্য পুরো একসো গ্রাম.....
২।
১ম বন্ধুঃ কিরে আজগে বড় দাদার জন্নে মেয়ে দেগতে গেচিলি ! তা কি খাওয়ালো ওকানে ?
২য় বন্ধুঃ মাইরি খেয়েচি সেরাম আজগে ! ১ম বন্ধুঃ বলনা কি খেলি ?
২য় বন্ধুঃ প্রায় মুরগীই খেয়েচি দাদা, মাইরি যা টেস্ট না !
১ম বন্ধুঃ প্রায় মুরগী ! সে আবার কি গো !
২য় বন্ধুঃ অ্যাঁরে বুঝলি না !! ডিম খেতে দিয়েচিলো । গোটা আদ্দেক !
৩।
এক লোক গেছে তার বোনের বাসায়। গিয়ে দরজায় নক করল। প্রথমবার কেউ খুলল না। আবার নক।
কোন সাড়া-শব্দ নেই। তারপরেও সে আবার নক করল। কিন্তু না, এবারও দরজা খোলার নাম নেই।
শেষমেশ আর না পেরে বলল - "দিদি, আমি খেয়ে এসেচি তো।"
দিদিঃ ওরে দুষ্টু, তা আগে বলবি নে?
৪।
এক ব্যক্তি কোলকাতায় গিয়ে হোটেলে মালপত্র রেখে বন্ধুর সাথে তার মামার বাড়ী গেছে দেখা করতে,মনে ইচ্ছা ছিলো ঐ বাড়ীতে ওঠার ।
তো মামা বলে উঠলেন ”এইবারতো হোটেলে উঠলে পরেরবার আমাদের এখানে উঠো কিন্তু”
৫।
অফিস থেকে ফিরতে ফিরতে দাদা ক্লান্ত হয়ে পড়েছেন। ভীষন মাথা ব্যাথা করছে। তাই বৌদিকে ডেকে বললেন
-- হ্যা গো ট্যাঁপার মা, পাশের বাসার ওদের কাছ থেকে একটু টাইগার বাম নিয়ে আস না ।
খানিকপর বৌদি রাগে গজগগ করতে করতে ফিরে এলেন। বললেন
-- মা গো , কি কিপটের কিপটে ? এক্টুখানি টাইগার বাম, তাও দিল না ??
একথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে দাদা বললেন
-- কি আর করবে ট্যাঁপার মা, যাও আলমারি থেকে আমাদের টাইগার বামটাই বের করে আন।
৬।
বেশ আগের কথা। দাদার বাড়িতে কোন এক কারনে একজন মেহমান এসেছেন এবং কিভাবে জানি না এক রাত দাদার বাড়িতে থেকেওছেন। পরদিন ভোর বেলায় ঘুম থেকে উঠে মেহমান দাঁত মাজার জন্য নিজের ব্যাগ থেকে একটা টুথপেস্ট বের করেছেন । এই না দেখে দাদা সেখানে হাজির। বেশ কতক্ষন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে দাদা জিজ্ঞেস করলেন
-- আজ্ঞে দাদা, বলছিলুম কি ... আপনার হাতে ওটা কি, টুথ পেস্ট নাকি ?
মেহমান ততক্ষনে যা বোঝার বুঝে গেছেন , তবু ভদ্রতার খাতিরে বললেন
-- হ্যা দাদা , আপনাকে দেব একটু ?
এই শুনে কলকাতার দাদা হাঁক ছাড়লেন
-- ওরে রমেশ , সুরেশ , ট্যাপা , মহেশ ... কে কোথায় আছিস ? যার যার আঙ্গুল নিয়ে এদিকে আয় , আজকে পেস্ট দিয়ে দাঁত মাজবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন