প্রশ্ন : নাম ?
উত্তর : সিগারেট।
প্রশ্ন : জন্মস্থান ?
উত্তর : কিউবার রাজধানী হাভানায়।
প্রশ্ন : জন্মসাল ?
উত্তর : ১৮৮৩ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : শরীরে উল্লেখযোগ্য কী আছে ?
উত্তর : মৃত্যু বীজ তামাক।
প্রশ্ন : কর্মস্থল ?
উত্তর : মানবদেহে।
প্রশ্ন : মূল দায়িত্ব কী ?
উত্তর : মানুষকে সাময়িক তৃপ্তি দেওয়ার বাহানায় পরিবেশ দূষণ করা ও মানবদেহে মারণঘাতী রোগ সৃষ্টি করা।
প্রশ্ন : মূল লক্ষ্য কী ?
উত্তর : যুবসমাজকে ধ্বংস করা।
প্রশ্ন : প্রিয় ব্যক্তি কে ?
উত্তর : ধূমপান করে যে।
প্রশ্ন : প্রিয় বস্তু ?
উত্তর : লাইটার ও দেশলাই।
প্রশ্ন : কখন বেশি মজা পাও ?
উত্তর : যখন পায়খানায় বসে আমাকে 'খাওয়া' হয়। কারণ,ওই সময় বেশি ক্ষতি করার সুযোগ পাই যে !
প্রশ্ন : কখন খুশি হও ?
উত্তর : আমার গায়ে সতর্কবাণী দেখেও যখন আমাকে নিয়ে সুখটান দেওয়া হয়।
প্রশ্ন : ভবিষ্যৎ পরিকল্পনা কী কী ?
উত্তর : মানুষকে ধীরে ধীরে মদ,গাঁজা,হেরোইন,ইয়াবা প্রভৃতি নেশায় আসক্ত করে তোলা।
প্রশ্ন : প্রিয় সময় কোনটি ?
উত্তর : যখন আমার সামনে আগুন দিয়ে পেছন দিক থেকে সুখটান দেয়া হয়।
প্রশ্ন : নিজেকে কী মনে করো ?
উত্তর : মরণের একটা কারণ ও যমদূতের সহকারী !
প্রশ্ন : পাঠকদের উদ্দেশে কিছু বলবে ?
উত্তর : বেশি বেশি ধূমপান করে খুব তাড়াতাড়ি কবর বা শ্মশানের ভিসা নিতে পারো। নিজে ধ্বংস হয়ে অপরকে ধ্বংস করো এবং যক্ষ্মা,ক্যান্সার,হৃদরোগ প্রভৃতিতে আক্রান্ত হয়ে এই সুন্দর পৃথিবী থেকে চিরবিদায় নিতে পারো।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান প্রাণঘাতী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন