বাংলা গল্প, ছড়া ও কবিতার আসর

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

সেই ছেলে হবে কবে


আমাদের দেশে সেই ছেলে হবে কবে
যারা কোথায় না বড় হয়ে কাজে বড় হবে।

তর্ক না করে তারা কিলঘুষি দেবে
চোখের পলকে সব কেড়ে ধরে নেবে।

লাঠির আঘাতে তারা মাথা ফাটাবে
শার্টের কলার ধরে পথে হাঁটাবে।

অপমান করে তারা লোক হাসাবে
চাকু দিয়ে ঘা মেরে ভুঁড়ি ফাঁসাবে।

আমাদের দেশে সেই ছেলে হবে কবে
যাদের ভয়ে সব ঘরেতে রবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন