বাংলা গল্প, ছড়া ও কবিতার আসর

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

বউয়ের বুদ্ধিতে চললে লোকসান হয় ১২০০ টাকা


বহুদিন আগের ঘটনা, বাদশার রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় সুন্দর মাছ নিয়ে গেল। এজন্য বাদশা খুশি হয়ে জেলেকে ৪০০ টাকা দিয়ে দিল।

পাশেই বসে থাকা রাণী ফিসফিস করে বাদশাহকে বলল - এই ৫০ টাকার মাছ টার দাম তুমি ৪০০ টাকা দিয়ে দিলে, বড়জোড় খুশি হয়ে তাকে ৮০ থেকে ১০০ টাকা দিতে পার। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বল।

বাদশা বলল - একি বল? রাণী! বাদশারা যা বলে তা নড়চড় করা বাদশাহের ইজ্জতের কমতি। 
রাণী বলল - আমি এমন একটা বুদ্ধি দিতেছে যা প্রয়োগ করলে তোমার ইজ্জতের কমতি হবেনা জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে।

বাদশা বলল - কি বুদ্ধি? 
রাণী বলল - জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পূরুষ না স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পূরুষ মাছ লাগবে। জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে।

বাদশাহ রাণীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করল, তোমার মাছটা কোন জাতের? পুরুষ না স্ত্রী?? এবার জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তে বলল, জাহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রী ও না আমার মাছটা হলো হিজরা। 
এবার বাদশাসহ রাজদরবারের সবাই অট্টাহাসি দিল, রাণীও শাড়ির আচল মুখ ঢেকে হাসলেন।

বাদশাহ জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৪০০ টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট ৮০০ টাকা নিয়ে বের হয়ে যাচ্ছে।

রাজ গেইটের সামনে যেতেই পুটলা থেকে ১টি টাকা মাটিতে পড়ে গেছে জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে আর রাণী এদিকে তা দেখে রাগে ফোঁস ফোঁস করছে আর বলছে জাহাপনা এই জেলে এত লোভী কেন ৮০০ টাকা থেকে মাত্র ১টি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছেনা জাহাপনা আপনি তাঁকে শাস্তি দেন।

বাদশাহও ভাবলো ঠিকইতো মাত্র ১ টাকা পড়ে গেছে গেইট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুঁড়িয়ে নিত। এবার বাদশাহ জেলেকে ডেকে বলল এই লোভী জেলে তোমার এত লোভ কেন? এতটাকা দিয়েছি তোমায় মাত্র ১ টাকার লোভ সামলাতে পারলে না? তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে।

এবার জেলে বললো জাহাপনা আমি  লোভের কারণে ঐ টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার বাদশাহ নামদার ও রাণী মার নাম লেখা আছে, ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো মানুষে পা দিয়ে পিষেবে আর আমার জাহাপনা ও রাণীমার ইজ্জতের খেলাপ হবে তাই আমি টাকাটা তুলে চুমু খাইলাম।

এবার বাদশা খুশি হয়ে জেলেকে আরও ৪০০, মোট ১২০০ টাকা দিয়ে বিদায় করল।

বাদশা ঘোষককে বলল, ঘোষণাকারী তুমি সমগ্র রাজ্জ্যে ঘোঘণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে ১২০০ টাকা লোকসান হয়!!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন